নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দলীয় শৃংখলা পরিপন্থী মন্তব্য করায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শামীম পারভেজকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জমান ভুট্ট’র যৌথ স্বাক্ষরিত এক পত্রে কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের ফেসবুক আইডির পোষ্টে শামীম পারভেজ নামের স্বেচ্ছাসেবক দলের ঔই নেতা দলীয় শৃংখলা পরিপন্থী মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা সহ-সভাপতি মুকুলকে হেয় প্রতিপন্ন করা হয়।
বিষয়টি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টিগোচর হওয়ায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে শামীম পারভেজকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে স্ব শরীরে হাজির হয়ে লিখিতভাবে উপযুক্ত জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।