https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে পৌর শহরের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের রামনগর বাবুলিয়া এলাকার মোনতেজ কারিগরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতে যায় শফিকুল ইসলাম। বেলা ১২টার দিকে বাশ বেয়ে উপরে উঠার সময় পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তার শফিকুল ইসলামের
শরীর স্পর্শ করলে নিচে পড়ে যায়। পরে, দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

আরো..