মোস্তাক আহমেদ, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবি ক্যাম্পের দুরবর্তী পুজামন্ডপগুলোর আইন শৃঙ্খলা-রক্ষায় বেইজ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি।
বুধবার (২ অক্টোবর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৮-১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত সনাতন ধর্মের পূজা অনুষ্ঠিত হবে। উক্ত পূজা উপলক্ষে অদ্য ০২ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৮টা হতে পূজামন্ডপ সমূহে টহল কার্যক্রম আরম্ভ হয়েছে। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ০৮ কিঃমিঃ এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ২০টি এবং কলারোয়া উপজেলায় ২০টি সর্বমোট ৪০টি পূজামন্ডপ রয়েছে।
উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে ২ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ৪টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেকিদল পূজামন্ডপ সমূহে সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত সেচ্ছাসেবক, পূজামন্ডপ সমূহে দূস্কুতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা। এছাড়াও বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে ৩০ মিনিটের মধ্যে পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষণ করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ, পূজা কমিটির সাথে যোগাযোগ করে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।