সাতক্ষীরায় নাইন এমএম পিস্তলসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে নাইন এমএম পিস্তলসহ আবু জাকারিয়া রাজু (৪০) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা নৌ-ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাজু সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। এসময় তার নিকট থেকে ফাঁকা দু’টি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।কোস্টগার্ড সুত্র জানায়, রাজু ইতিপুর্বে মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। সে এই এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীদের একজন। উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাহক্ষীরা শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।