https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮

সাতক্ষীরায় দ্রুতগামী বাসের চাপায় বৃদ্ধ ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দ্রুতগামী বাসের চাপায় আমানুল্লাহ (৬০) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার তালা উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কে ৩০ মাইল নগরঘাটা এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।

সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম দিনকালকে জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহন চাপা দিয়ে ভ্যানটিকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এ সময় ঘটনাস্থলেই আমানুল্লাহ (৬০) নিহত হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক আমানুল্লাহ সাতক্ষীরার দিক থেকে কর্মস্থল স্থানীয় অগ্রগতি রিসোর্টের দিকে আসছিলেন এ সময় দ্রুতগামী ইমাদ পরিবহনের বাসের চাপায় নিহত হন ভ্যান চালক আমানুল্লাহ। তারা আরও জানা, দুর্ঘটনা ঘটিয়ে ড্রাইভার দ্রুত বাস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ঘাতক বাস চালককে দ্রুত গ্রেফতারের দাবী জানান একই সাথে ইমাদ পরিবহন কে এই ধরনের ঘনঘন সড়ক দুর্ঘটনায় মানুষ হত্যার কর্ম থেকে নিবৃত্ত রাখতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকের হস্তক্ষেপ কামনা করেন।

আরো..