https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:২২

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে আশাশুনি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেনুজ্জামান আশাশুনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল গনি সরদারের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশাশুনি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরো..