https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১

সরকারি সহয়তা পেল পাইকগাছার জেলেরা

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ প্রথম বারের মতো সরকারি সহয়তা পেল পাইকগাছার জেলেরা। বুধবার সকালে উপজেলার দুই ইউনিয়নের ৮০ জেলে পরিবারের মাঝে সহায়তা হিসেবে দুই মেট্রিক টন চাল প্রদান করা হয়। যার মধ্যে দেলুটি ৬৪ পরিবার এবং গড়ইখালী ১৬ পরিবার। ইউনিয়ন পরিষদ উপস্থিত হয়ে উপকারভোগী জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। উল্লেখ্য এর আগে অত্র এলাকার ইলিশ আহরণকারী জেলেরা সরকারি সুবিধার আওতায় ছিল না। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অন্তর্ভুক্ত না হওয়ায় এলাকার প্রায় দুই শতাধিক জেলে পরিবার নিষেধাজ্ঞা সময়ে সরকারি সহায়তা থেকে বঞ্চিত ছিল।এবারই প্রথমবারের মতো সরকারি সহয়তা পেয়েছে স্থানীয় ৮০ জেলে পরিবার। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান এখানকার ইলিশ ধরা জেলেরা এর আগে কখনো সরকারি সহায়তা পায়নি। প্রথম বারের মতো ৮০ জেলে পরিবার কে সহায়তার আওতায় আনা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলে পরিবার কে ২৫ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়েছে। আগামীতে সকল জেলে পরিবার কে এর আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মৎস্য দপ্তরের এ কর্মকর্তা জানিয়েছেন।

আরো..