https://www.a1news24.com
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭

সড়ক দুর্ঘটনায় ভারতে পালিয়ে থাকা সাতক্ষীরা আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনি পালিয়ে ভারতে চলে যান। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যাণী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।তিনি সাতক্ষীরার আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে। নিহত অসীম বরণ চক্রবর্তী আত্মীয় (শ্যালক) অনাল ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করেছেন।

অনাল ব্যানার্জী জানান, রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটর সাইকেল পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিনি নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি কলকাতার কল্যাণী শহরে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরো..