নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার শেষ করেই নির্বাচন চায় জামায়াত, সেটা যখনই হোক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার বিষয়ে ইসির সঙ্গে আলাপ হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত যতটুকু সংস্কার দরকার, সেটি না করে নির্বাচন যেন না হয়, সেটা বলেছি। না হলে আগের মত প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা আগে স্থানীয় নির্বাচন আগে হোক, সেটি আমরা বলেছি। আনুপাতিক হারে নির্বাচনের কথা বলেছে জামায়াত। অনিয়ম হলে নির্বাচন বাতিলের বিধান পুনঃবহালের কথা বলেছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নিবন্ধন আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটি বাতিল করার দাবি করেছি। নিবন্ধন বিষয় নিয়ে আদালতে ন্যায়বিচার পাব আশা করি।এক প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা এর সঙ্গে একমত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, দিন তারিখ কোনো বিষয় নয় আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে তারপর নির্বাচন।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দীন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।