https://www.a1news24.com
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫

শ্রী রাধারমণ সেবক সংঘ সিলেটের সম্মেলন অনুষ্ঠিত

শ্রী রাধারমণ সেবক সংঘ সিলেটের ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে জিন্দাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব এর আখড়ায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রী রাধারমণ সেবক সংঘ সিলেটের সভাপতি অজয় ভুষন পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার চন্দ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধারমণ ধাম এর অধ্যক্ষ অধ্যাপক অরুণ কান্তি গোস্বামী।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে অজয় ভুষন পাল-কে সভাপতি ও অরবিন্দ পাল-কে সাধারণ সম্পাদক এবং পঙ্কজ দেব, অখিল তালুকদার-কে যুগ্ম সম্পাদক মনোনীত করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দিলিপ দত্ত মদন পাল, বিধান চন্দ, অরবিন্দ পাল, পঙ্কজ দেব, বিভাস রায়, তপন কান্ত চন্দ, অসিত চন্দ, জুতিশ চন্দ, রুপক দাস। বিজ্ঞপ্তি

আরো..