শ্রীমঙ্গলে গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপে মহাসপ্তমীতে বাসন্তী মেমোরিয়াল ট্রাস্ট এর বস্ত্র বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ২নং ভুনবীর ইউনিয়ন শাখাধিন গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপে প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শারদীয় দূর্গোৎসব পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহাসপ্তমীর রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের স্বর্গীয় দ্বিজেন্দ্রনাথ দাশের বাড়ি গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাসন্তী মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে অর্ধশতাধিক হিন্দু-মুসলমান নারী-পুরুষদের মাঝে শাড়ি-কাপড় ও ধুতি-লুঙ্গি বিতরণ করা হয়।
বাসন্তী মেমোরিয়াল ট্রাস্ট এর সভাপতি ও গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপে পূজা আয়োজক দীপঙ্কর দাশের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রঞ্জন রায়, সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সুচন্দা রায়, ভুনবীর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দেব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক সারা বাংলা মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া।
এসময় গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপ পূজা আয়োজকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বাসন্তী মেমোরিয়াল ট্রাস্টের নেতৃবৃন্দ সহ আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপের অন্যতম পূজা আয়োজক ও বাসন্তী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি দীপঙ্কর দাশ জানান, দীর্ঘ ৫০ বছর ধরে এখানে পূজা হচ্ছে। দূর্গোৎসবকে ঘিরে আমাদের বিভিন্ন কর্মসূচী থাকে। এসব কর্মসূচীর মধ্যে বস্ত্র বিতরণ অন্যতম। আজকের আয়োজনে আশপাশ এলাকার অর্ধশতাধিক হিন্দু-মুসলমান নারী-পুরুষদের মাঝে শাড়ি-কাপড় ও ধুতি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।