শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাছ ব্যবসায়ী সেলিম মিয়াকে (৩২) ঢাকায় পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে ওই ব্যবসায়ী। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি অজ্ঞাতনামা চার জনকে আসামী করে শ্রীপুর থানায় অপহরণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সন্ধ্যা সাড়ে ৭ টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাওনা ফ্লাইওভারের দক্ষিণ পাশে (মোহা সিএনজি পাম্পের) সামনে থেকে অপহরণকারীরা তাকে ১০০ টাকায় ঢাকায় পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে উঠায়।
অপহরণের চেষ্টার শিকার ভুক্তভোগী মাছ ব্যাবসায়ী সেলিম মিয়া শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারোগারচালা) মধ্যপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে। পুলিশ তাদের সহযোগীতায় রাজেন্দ্রপুর থেকে দুটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১৪-৬৮৯৯ এবং ঢাকা মেট্রো গ-১৫-৭০৪২) উদ্ধার করে।
মাছ ব্যাবসায়ী সেলিম মিয়া জানান, শনিবার রাত ৮টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তিনি মাওনা ফ্লাইওভারের দক্ষিণ পাশে (মোহা সিএনজি পাম্পের) সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকার দিকে যাওয়া একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো: নং গ-১৪-৬৮৯৯) তার সামনে এসে দাঁড়ায়। চালক প্রাইভেটকারের গøাস খুলে তাকে কোথায় যাবেন জিজ্ঞেস করলে বলেন আমি ঢাকা যাব। চালক তখন মাছ ব্যবসায়ী সেলিমকে ১০০ টাকা ভাড়ায় ঢাকায় পৌছে দিবে বলে জানায়। চালকের প্রস্তাবে সেলিম প্রাইভেটকারে উঠে বসেন। প্রাইভেটকারটি মহাসড়কের সামনের ষ্টেশন ২নং সিএন্ডবি পার হওয়ার সাথে সাথে ওই প্রাইভেটকারের সামনে ও পিছনে থাকা তিনজন ব্যক্তি সেলিমের হাত, মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। তাকে ভয়ভীতি দেখিয়ে গলায় চাকু ধরে একটি জঙ্গলের ভিতর নিয়ে মারধর করে। এরপর ভিকটিমের মোবাইল দিয়ে তার বড় ভাই মোহাম্মদ আলীর কাছে কাছে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার বড় ভাই নগদ ও বিকাশের মাধ্যমে ৯৫ হাজার টাকা তার ছোট ভাই ভিকটিমের মোবাইলে পাঠায়। ভিকটিম সেলিমের মোবাইলে থাকা ৪৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪২ হাজার টাকা টাকা অপহরণকারীরা নিয়ে নেয়। পরে তারা মাছ ব্যবসায়ীকে রাত ৯ টার দিকে রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্কের) সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিম তার মোবাইল দিয়ে ঘটনাটি তার স্বজনদেরকে জানালে তারা মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা হোটেল এক্স’র সামনে থেকে অপহরণকারীদের প্রাাইভেটকার উদ্ধারের জন্য আসা অজ্ঞাত ব্যক্তিদের ব্যবহৃত রেখে যাওয়া আরেকটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো গ-১৫-৭০৪২) উদ্ধার করে ভিকটিমকেসহ শ্রীপুর থানায় নিয়ে আসেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।