https://www.a1news24.com
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৭

শ্রীপুরে ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তের হামলা, চেয়ারম্যানের কক্ষে তালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুরে ঘটনা ঘটেছে। হামলাকারীরা পরিষদের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাংচুর করে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বুধবার (২১ আগস্ট) দুপুরে বারতোপা বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা করে।

মাওনা ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হক মোল্লা জানান, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন দুপুর পর্যন্ত কার্যালয়ে অফিস করেন। তিনি চলে যাওয়ার পর দুপুর সোয়া দুইটায় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালায়। তারা চেয়াম্যানের কক্ষসহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রত্যেকটি কক্ষের আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে। যাওয়ার সময় হামলাকারী দুর্বৃত্তরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, মধ্যাহ্ন বিরতিতে বাড়িতে আসার পর জানতে পারি দুর্বৃত্তরা পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তাৎক্ষকি গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জনিয়েছি। এ মুহুর্তে তিনি ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পেিরননি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসাকে একাধিকবার ফোন দিলেওতিরি রিসিভ না করায় এবিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো..