সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে খেটে খাওয়া শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করলেন সিলেটের পুলিশ কমিশনার মো. সিলেটের পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম ও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৮ মার্চ) ১৭ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী এ গণ ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য দূতাবাসের সিলেটের কনস্যুলার রাহিন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, হযরত শাহজালাল (রহ:) দরগাহ শরীফের মোতায়াল্লী ফতেহ উল্লাহ আল আমান, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, যাত্রিক ট্রাভেলস এর সত্ত্বাধিকারী আব্দুল জব্বার জলিল, বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।