https://www.a1news24.com
২২শে ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:১০

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জাহিদ হাসান, এখন কেমন আছেন ?

অনলাইন ডেস্ক: শ্বাসকষ্ট নিয়ে গত চারদিন ধরে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা জাহিদ হাসান। তবে এখন তার শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমেছে। ভালো আছেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, সোমবার রাতে গণমাধ্যমকে এমনটাই জানান জাহিদ হাসানের স্ত্রী অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান মৌ।

মৌ বলেন, ‘আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাই।’

গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

জাহিদ হাসানের অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। ঠান্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

আরো..