https://www.a1news24.com
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১৩

শেষ আটের লড়াইয়েই ফাইনালের উত্তাপ, টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল হতে এখনো ঢের বাকি। শেষ আটের খেলাই এখনো মাঠে গড়ায়নি। তবে এরই মাঝে নতুন উত্তেজনা বিরাজ করছে এ টুর্নামেন্টে। শেষ আটের লড়াইয়েই ফাইনালের উত্তাপের দেখা মিলতে চলেছে। আর তা হবেই বা না কেনো, কোয়ার্টার ফাইনালে যে মুখোমুখি হতে চলেছেন টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ।

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন বিশ্ব টেনিসের কিংবদন্তি নোভাক জোকোভিচ ও তরুণ তারকা কার্লোস আলকারাজ। টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকা করলে জোকোভিচের নামটা উপরের দিকেই থাকবে। আর তালিকা যদি করা হয় সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের হিসাবে, তাহলে তো ১ নম্বর থেকে জোকারকে সরাতে পারবেন না কেউই।

টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে একেবারে উপরে আছেন জোকোভিচ। ইতোমধ্যেই ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন জোকোভিচ, সার্বিয়ান এই তারকা আছেন ২৫তম শিরোপা জেতার লড়াইয়ে। বিশ্ব টেনিসেরই কিংবদন্তি তিনি।

এদিকে, টেনিসের খোঁজ খবর যারা রাখেন, তারা জানেন, আলকারাজ নামটাও ইতোমধ্যেই নিজের আগমণের প্রমাণ দিয়েছে। রাফায়েল নাদালের দেশ স্পেনের এই তরুণ নিজের ক্যারিয়ারে ইতোমধ্যেই জিতেছেন ৪টি শিরোপা। তবে দক্ষতায় ২১ বছর বয়সী এই তারকা বুঝিয়েছেন, টেনিসের ভবিষ্যৎ তারকা তিনিই। এ দুজনই এবার লড়তে যাচ্ছেন শেষ চার নিশ্চিতের লড়াইয়ে।

চতুর্থ রাউন্ডের ম্যাচে সরাসরি সেটে জয় পেয়েছেন জোকোভিচ, চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকাকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন সার্বিয়ান এই কিংবদন্তি। শেষ আট নিশ্চিতের ম্যাচে আলকারাজ পেয়েছেন সহজ জয়। ব্রিটিশ প্রতিপক্ষ জ্যাক ড্রেপার দুই সেট পর ম্যাচ ছেড়ে দিলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন আলকারাজ। আগামী ২১ জানুয়ারি শেষ চার নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবেন টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের এ দুই তারকা।

আরো..