https://www.a1news24.com
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:২২

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন চারজন, জায়েদ খান বললেন ‘সত্যর জয় হয়েছে’

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বাতিল করা হয়েছিল জায়েদ খানের সদস্য পদ। সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেয়েছেন জায়েদ। বিষয়টি জানান সহ-সভাপতি ডি এ তায়েব।

এবার জানা গেল জায়েদের সঙ্গে আরও তিনজন শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেয়েছেন। এ নিয়ে সংবাদমাধ্যমকে ডি এ তায়েব বলেন, “বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।”

তিনি আরও বলেন, “আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে দুদিন আগেই সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। দুই একদিনের মধ্যেই তারা হয়ত কাগজ হাতে পাবে।”

এদিকে সদস্য পদ ফিরে পেয়ে সন্তুষ্ট জায়েদ। সত্যের জয় হয়েছে বলে মনে করছেন। তিনি বলেন, “সত্যের জয় সবসময় হয়। আমি বিষয়টা নিয়ে খুশী।”

আরো..