https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৩

শিলংয়ে নানা বাধার মুখে ফুটবলাররা, বাংলাদেশকে হারাতেই কি এই কূটকৌশল?

স্পোর্টস ডেস্ক: শিলংয়ে যাওয়ার পর একের পর এক সমস্যায় পড়ছে বাংলাদেশ দল। লাগেজ বিড়ম্বনা দিয়ে শুরু। এরপর অনুশীলন মাঠ নিয়ে চরম অসহযোগিতার শিকার হচ্ছে কোচ হাভিয়ের কাবরেরার দল। এখন আবার কোচের বিধিনিষেধ। তাহলে কি বাংলাদেশকে হারাতেই এই কূটকৌশল ভারতের?

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নানা সমস্যা থাকা সত্ত্বেও শনিবার দ্বিতীয়দিন অনুশীলন করেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। স্থানীয় সময় রাত ৮টায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে টার্ফ-২এ দ্বিতীয় ভেন্যুতে আসে বাংলাদেশ দল। অনুশীলনে রাখা হয়নি কোনো মিডিয়া কর্মীকে। প্রস্তুতি শুরুর আগে কথা বলার সুযোগ দেন কোচ।

মিডিয়ার সামনে এসে মাঠ নিয়ে বিড়ম্বনার কথা বলেন সাদ উদ্দিন, ‘এই মাঠ আমাদের জন্য ডিস্টার্বিং। আমরা অনুশীলন মাঠ নিয়ে যে পরিস্থিতির শিকার হয়েছি, সেটি কাম্য নয়।’

বাংলাদেশের অনুশীলন শুরু করার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তার আগে জানানো হয় অনুশীলনের সময় পরিবর্তন করা হয়েছে। এভাবে বারবার সময় পরিবর্তন হওয়াটা একজন খেলোয়াড়ের জন্য হতাশার।

এসব দূরে ঠেলে সাদ উদ্দিন বলেন, ‘খেলোয়াড়দের এসবের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা এই পর্যায়ে এসে এ নিয়ে ভাবি না। বাট টাইমিং একটা ফ্যাক্টর। তবে এতে মনোযোগে কোনো ঘাটতি হয় না। যখন মাঠে নামি তখন শুধু অনুশীলন নিয়েই ভাবি, কোচের নির্দেশনা ফলো করি।’

ভারত অনুশীলন করেছে ঘাসের মাঠে। অথচ, বাংলাদেশের অনুমতি মেলেনি সেখানে। এ নিয়ে ক্ষোভ ঝেড়ে সাদ বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য ভালো নয়। ঘাসের মাঠে অনুশীলন করলে ভালো হতো। তবে এমনটা আমাদের সঙ্গে হবে, আমরা আগেই জানতাম। যে কারণে মানসিক প্রস্তুতি ছিল।’

এর আগে ভারতের বিপক্ষে সল্টলেকে গোল করেছিলেন সাদ উদ্দিন। এবারও তিনি দলে রয়েছেন। এবার কি আগেরবারের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সাদের কথা, ‘না না, আগেরবার যখন ভারতে এসেছিলাম, তখন এমনটা হয়নি আমাদের সঙ্গে। আমরা ভালো মাঠে অনুশীলন করেছি। এবার বাজে পরিস্থিতির শিকার হয়েছি।’

আরো..