https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭

শিক্ষানুরাগী দেবিকা চক্রবর্তী স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেট মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের কাজলশাহ রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা, অত্র স্কুলের ভূমিদাতা এবং দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্রাচার্যের মাসি’মা প্রয়াত দেবিকা চক্রবর্তীর স্মরণে এক স্মরণসভা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমিতে অনুষ্টিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, দুর্নীতি বিরোধী আন্দোলনের আপোষহীন সংগঠক ইকবাল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট ইন এনভাইরনমেন্ট এন্ড সাইন্স বিভাগের অধ্যাপক ড. নারায়ন চন্দ্র সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপমহাদেশের প্রখ্যাত কবি শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী কবিতা উল্লেখ করে বলেন, কবির সেই বিখ্যাত বাণী’র প্রতিফলন ঘটেছে দেবীকা চক্রবর্তীর জীবনে। দেবিকা চক্রবর্তী স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষকতা করে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি বর্তমান অবক্ষয় ও হানাহানির সময়ে সবাইকে কবির বাণী ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন,’ এর মর্ম উপলব্ধি করে জীবন গঠনের আহবান জানান।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, নানা সময়ে সমাজের অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্রগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সিনিয়র আইনজীবী ড. দিলীপ দাস চৌধুরী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার অরুণ কুমার দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় অন্যতম উপদেষ্ঠা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার নিরেশ চন্দ্র দাশ, সাবেক ছাত্রনেতা সমাজসেবক আব্দুল গফুর।

স্মরণসভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও দেবীকা চক্রবর্তীর বোনের ছেলে সরোজ ভট্টাচার্য্য, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাবেক প্রকাশনা ও প্রচার সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মতোয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, ড. চিন্ময় চৌধুরী, ভাসানী স্মৃতি পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, মুক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্র্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, কাউসার বখত রাসেল, ব্যবসায়ী নেতা লায়েক মিয়া, রুহেল বখত তুষার, শেখ মোহাম্মদ দিপু মিয়া প্রমুখ।

আরো..