https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯

শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে হবে-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট-বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে হলে মানসম্মত শিক্ষা ছাড়া এটি সম্ভব নয়। আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও যুগপযোগী করার জন্য কাজ করছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয় করতে হবে। এজন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে শহরের খারদ্বার এলাকায় বাউবি‘র বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রে সমš^য়কারী, টিউটর, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউবি, বাগেরহাট উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম ফরাজী, সরকারি পিসি কলেজের শিক্ষক অধ্যাপক রবিউল আলম, খান জাহান আলী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সরদার লিয়াকত আলী প্রমুখ।

গেল ১২ সেপ্টেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান বাগেরহাটের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। নিয়োগ পাওয়ার পরে তিনি প্রথমবারের মত বাউবি, বাগেরহাট উপ আঞ্চলিক কেন্দ্রে আসলেন।

আরো..