https://www.a1news24.com
১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৫

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য ও অরুণ চন্দ্রনাথ অ্যাডভোকেট বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপনের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবারের শারদীয় দূর্গোৎসব পালিত হচ্ছে ভিন্ন এক প্রেক্ষাপটে। রক্তাক্ত জুলাই-আগস্টের বিশ^সেরা গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে শীর্ষ দুর্নীতিবাজদের পাহারাদার সরকারের পতন ঘটে। আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের লক্ষে সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বড়বড় দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সাড়াশী অভিযান চলছে।  তারা বলেন, শারদীয় চেতনায় বলীয়ান হয়ে অসুরের শক্তি বিনাশের লক্ষ্যই হোক এবারের শারদীয় দূর্গোৎসবের অন্যতম অঙ্গীকার।

আরো..