https://www.a1news24.com
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫২

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে হাতীবান্ধায় বিএনপির মতবিনিময় সভা

লালমনিরহাট প্রতিনিধি : শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও সফিউল আলম বাবুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ রায় ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়া প্রমুখ। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাঁর বক্তব্যে বলেন, হিন্দুরা সংখ্যালঘু নয়, তারা বাংলাদেশী৷ এদেশে হিন্দুদের স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। শারদীয় দুর্গা পুজা উদযাপনে কোনধরনের ভয়ভীতি থাকবেনা। মনে রাখতে হবে একটি চেতনা নিয়ে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে বর্তমান সরকার। এখন কোন বৈষম্য থাকবেনা, মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা, আইনের শাসন ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে।

আরো..