https://www.a1news24.com
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১

শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় ক‌বির‌ হে‌সে‌নের উদ্যো‌গে বি‌শেষ দোয়া

নারায়ণগঞ্জ-৪ আস‌নের সংসদ সদস‌্য একেএম শামীম ওসমা‌নের সুস্থতা ও নেক হায়াৎ কামনা ক‌রে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লী‌গের কৃ‌ষি বিষয়ক সম্পাদক, মহানগর কৃষক লী‌গের আহ্বায়ক ও বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের সহ সভাপ‌তি মোঃ ক‌বির হো‌সে‌নের উদ্যো‌গে বি‌শেষ দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২২ মার্চ) দেও‌ভোগ পা‌নির ট‌্যাং‌কি বায়তুস সালাত জা‌মে মস‌জিদে বাদ জুমআ এ বি‌শেষ দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

এসময় শামীম ওসমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বুকে ব্যাথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তার এনজিওগ্রাম করা হয়েছে। তিনি বর্তমানে ভালো আছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।

আরো..