https://www.a1news24.com
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১৩

লিস্টার ছেড়ে কোথায় যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার হামজা?

ক্রীড়া ডেস্ক: লিস্টার সিটিতে প্রত্যাশামাফিক গেম টাইম পাচ্ছিলেন না হামজা চৌধুরী। এই মৌসুমে খেলেছেন মাত্র ছয়টি ম্যাচ। ম্যাচ খেলার তাগিদেই মৌসুমের মধ্যবর্তী দলবদলে ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন ২৭ বছরের এই মিডফিল্ডার। কয়েক দিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

হামজা চৌধুরীর দলবদল প্রাথমিকভাবে হয়ে গেছে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো জানালেন, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে দুই পক্ষ। তার পোস্ট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল। লিস্টার সিটির কোচ র‍্যুড ভ্যান নিস্টেলরয়ও জানিয়েছেন, চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা।

সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে হামজাকে। গতকাল টটেনহামের বিপক্ষে লিস্টারের স্কোয়াডেও ছিলেন না তিনি। ওই ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে জয় পেয়েছে লিস্টার। প্রিমিয়ার লিগে লিস্টার সিটি খুব সুবিধাজনক অবস্থায় নেই।২৩ ম্যাচ ১৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ ওপরে আছে দ্য ফক্সেসরা।

আরো..