https://www.a1news24.com
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬

লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি: বীর শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা ও ছাত্র-জনতার গনঅভ্যুত্থানকে কটুক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা

বক্তব্যে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্ন ভাবে ছাত্রজনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন।তিনি আসলে ফ্যাসিস্ট আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন।এসময় তারা বীর শহীদ আবু সাঈদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ড.ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিস্কারের দাবী জানান।যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আর ও কঠোর কর্মসূচী দিবে বলেও জানান তারা।এর আগে গত রবিবার তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করে প্রঙ্গাপন জারি করলেও সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে।তাই তার স্থায়ী বহিষ্কার চেয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

আরো..