https://www.a1news24.com
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৯

লালমনিরহাট থেকে যাচ্ছে ৪ হাজার বাঁশ যাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে

মোস্তাফিজুর রহমান মোস্তাফা জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ লালমনিরহাট থেকে ৪ হাজার পিচ বাঁশ পাঠানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি সামাজিক সংগঠন।

সোমবার (২৬ আগস্ট) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাঁশ সংগ্রহ শুরু করেছেন সম্মলিত লালমনিরহাট জেলা বাসি নামে একটি সামজিক সংগঠন।

স্মরণকালের ভয়াবহ বন্যায় দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলা ফেনী ও নোয়াখালী সহ ১০ টিরও বেশি জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত এ জেলাগুলোতে পানি কমতে শুরু করেছে। তবে বানভাসী মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য প্রচুর কাঠ এবং বাঁশ প্রয়োজন হবে। এই চিন্তা থেকেই লালমনিরহাটে বাঁশের ব্যাপক উৎপাদন হওয়ায় এ জেলা থেকে একটি সামাজিক সংগঠন বাঁশ সংগ্রহ করছেন। স্বেচ্ছায় বাস মালিকরা বাঁশ সংগ্রহ করে পৌঁছে দিবে বন্যার্ধদের মাঝে। বাঁশ বাগানের মালিকেরাও এই উদ্যোগে সাড়া দিয়েছেন।

শিমুল চন্দ্র রায় জানান,মানুষ মানুষের জন্য,ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল,সামান্য দিয়েও যদি উপকার হয়। দেওয়ার মতো বেশি কিছু নাই, বাড়িতে একটু চাউল ছিল তাই দিলাম।

স্বেচ্ছাসেবী জানান,আমরা আসছি বন্যার্থ মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য বাঁশ কালেকশন করার জন্য গ্রামের মানুষ আমাদের অনেক হেল্প করতেছে,সহযোগিতা করছে। তারা যতটুকু পাচ্ছে ততটুকু আমাদেরকে দিয়ে বন্যার্ধদের পাশে দাঁড়াচ্ছে।কেউ আমাদের ফিরিয়ে দেয়নি সবাই আমাদের সহযোগিতা করছে।

সামাজিক সংগঠন সমন্বিত লালমনিরহাট জেলা বাসীর অন্যতম সমন্বয়ক সাব্বির আহমেদ লাভলু বলেন, একজন স্বেচ্ছাসেবী হিসেবে দেখে আসছি দক্ষিণবঙ্গের মানুষ ধারাবাহিকভাবে লালমনিরহাট এর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সময় সহযোগিতা করে আসছে, আমরা আমাদের যা আছে তাই নিয়ে তাদের পাশে থাকার পরিকল্পনা করেছি, বন্যার পর মানুষের ঘরবাড়ি নির্মাণ করার জন্য বাঁশের প্রয়োজন সবচাইতে বেশি হবে দক্ষিণবঙ্গে বাঁশ তেমন নেই আমাদের যা আছে তাই নিয়ে তাদের পাশে থাকার পরিকল্পনা থেকেই আমরা কয়েক ট্রাক বাঁশ পাঠাবো। বাঁশের পাশাপাশি আমরা চাল,নতুন কাপড় ও টাকা সংগ্রহ করছি আমরা সবটুকু পূর্ণবাসন ক্ষেত্রেই ব্যয় করব।

আরো..