লালমনিরহাট প্রতিনিধি: লালমনিহাটের হাতীবান্ধায় পূর্বের শত্রুতার জের ধরে একরাতেই কিটনাশক স্প্রে করে ১৫ বিঘা জমির ভুট্টা খেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত ভুট্টা খেত পরিদর্শন করেছেন স্থানীয় থানা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের রিপুজি পাড়ায় ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষকরা সানিয়াজান ইউনিয়নের নিজ সুন্দর গ্রামের আব্দুল হাকিম,স্বপন,মান্নান,আবু্ কালাম ও আনোয়ার হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জমির মূল মালিক হাকিম,স্বপন মিয়া গংরা জমি উদ্ধার করে ভুট্টা লাগান। এরপর প্রতিপক্ষরা পূর্বের শত্রুতা যে ধরে রাতের আধারে ১৫ বিঘা জমিতে আগাছা নাশক স্প্রে করে ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়।
স্বপন মিয়া বলেন, অনেক কষ্ট করে ধার দেনা করে জমিতে ভুট্টা লাগিয়েছি। জমির সব ভুট্টা গাছ নষ্ট করে দিয়েছে। এখন মানুষের টাকা কিভাবে পরিশোধ করব তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে না তার।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম বলেন, আমার ৬২ শতকন জমির ভুট্টা খেত প্রতিপক্ষরা আগাছা নাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। আমার এই ভুট্টা লাগাতে গিয়ে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমি প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা জন্য থানায় যাচ্ছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এস আই) আমিনুর রহমান বলেন, ঘটনা স্থলে গিয়েছি ভুট্টা ক্ষেত পরিদর্শন করেছি।এতে ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন,খবর পেয়ে একজন অফিসার পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।