মোস্তাফিজুর রহমান মোস্তফা জেলা প্রতিনিধি লালমনিরহাট :: লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদদীনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষার্থী – শিক্ষক অভিভাবক ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসী।
বরিবার সকালে ওই বিদ্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন যায়গায় প্রদক্ষিন করে। এক পর্যায়ে বিক্ষোভকারী প্রধান শিক্ষাকের অফিস কার্যালয়ের সামনে অবরোধ করে।
আন্দোলনরতরা জানান, প্রধান শিক্ষক জসিম উদদীন বাংলাদেশ আওয়ামী লীগের ভেলাগুড়ি ইউনিয়নের সহসভাপতি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়ম করে আসছে। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।তাই তার পদত্যাগের দাবীত তারা আন্দোলনে নেমেছেন। পরে তার অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।