https://www.a1news24.com
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫

লালমনিরহাটে ঝালাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু ‎

লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধায় ঘরের ছাদে এঙ্গেল লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু।‎সোমবার(৫ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব সারডুবী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম(৩৫) নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ী এলাকার বাসিন্দা। সে ওয়েল্ডিং মিস্ত্রি।


‎স্থানীয়দের তথ্য মতে জানা গেছে,সোমবার বিকালে একটি গুদাম ঘরের ছাদে লোহার এঙ্গেল লাগানোর সময় ঘরের কাছাকাছি থাকা ১১কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে লোহার এঙ্গেল লাগলে বিকট শব্দে বিদ্যুৎ প্রবাহের ধাক্কায় ঘরের পাকা মেঝেতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দ্রুত ঘরের ভিতর গিয়ে তাকে বের করলেও ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বড়খাতা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন,লোহার অ্যাঙ্গেল ঘরে লাগাতে গিয়ে অসাবধানতা অবস্থায় বিদ্যুতের মিটারে লাগলেই এই দুর্ঘটনা ঘটে। ‎এ বিষয়ে হাতীবান্ধ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

আরো..