https://www.a1news24.com
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬

লালমনিরহাটে কুরিয়ার সার্ভিসের কার্গো কাভার্ড ভ্যানে ভারতীয় পন্য আটক

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গো কাভার্ড ভ্যানে পাঁচারকালে তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ১৫ বিজিবি। গতকাল রাতে কুড়িগ্রাম থেকে ধাওয়া করে তিস্তা টোল প্লাজায় আটক করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে করতোয়া কুরিয়ার সার্ভিস এর একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল বহন করে ঢাকায় গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওৎ পেতে থাকে। কাভার্ড ভ্যানটিকে টহল দল থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামায় টহল দল গাড়ীটির পিছু ধাওয়া করতে থাকে গভীর রাতে তিস্তা টোল প্লাজায় গাড়ীটি আটক করে তল্লাশী করে গাড়ীর ভিতরে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল পাওয়া যায়।এর মধ্যে উন্নতমানের শাড়ী-১৪৬৬ পিস যার মূল্য ২,১৯,৯০,০০০, প্যান্ট পিস-১০০০টি যার মূল্য ১৫,০০,০০০, পাঞ্জাবী-১৪৭৯টি যার মূল্য ৪৪,৩৭,০০০ এবং কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬ যার মূল্য ৪০,০০,০০০ টাকা। যার সর্বমোট মূল্য তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার টাকা আটককৃত উক্ত মালামালে অমোচনীয় কালি দ্বারা সীল স্থাপনের কার্যক্রম শেষে কাস্টমস অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো..