https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯

লকেটকে হারিয়ে হুগলিতে নতুন অধ্যায়ের ‘রচনা বন্দ্যোপাধ্যায়’

বিনোদন ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারালেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা। ৫ লক্ষ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন রচনা।

ভোটপ্রাপ্তির নিরিখে হুগলিতে দ্বিতীয় স্থানে রয়েছেন লকেট। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ।

তবে কেবল রচনা একা নন। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারা কর্মীই এদিন জয়ী হয়েছেন। ইউসুফ পাঠান এদিন অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন। হিরণকে হারিয়ে জয়ী হন দেব। যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষও। অন্যদিকে মেদিনীপুরেও অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া।

আরো..