https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৮

র‍্যাবের হাতে কুড়িগ্রাম জেলা আ.লীগ সভাপতি জাফর পুত্র সবুজ‌ গ্রেফতার

অনিরুদ্ধ রেজা: কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি,সা‌বেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,২ আসনের সাবেক এম‌পি ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো. জাফর আলীর ছোট ছে‌লে জা‌হেদুল ইসলাম সবুজ‌ (৩৯) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকা‌লে র‍্যাব কর্তৃক রংপুর শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে র‌্যাব-১৩-এর মি‌ডিয়া উইং নিশ্চিত করেছে। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতারকৃত সবুজ খাদ‌্য বিভা‌গের অধীন খাদ‌্য প‌রিদর্শক প‌দে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ‌্য বিভা‌গে যুক্ত থাক‌লেও প‌রে দিনাজপুর খাদ‌্য বিভা‌গে বদ‌লি হন। বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতা আন্দোল‌নে কু‌ড়িগ্রা‌মে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত‌্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি সে। আওয়ামী লীগ সরকার পত‌নের পর থে‌কে সে আত্ম‌গোপ‌নে ছি‌ল ব‌লে জা‌নায় পু‌লিশ।

পুলিশ সূত্র জানায়, কু‌ড়িগ্রাম সদর থানায় দা‌য়ের হওয়া হত‌্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর পলাতক আসা‌মি। গত কাল রাতে রংপুর হতে র‌্যাব-১৩ তা‌কে গ্রেফতার ক‌রে‌। আমা‌দের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসা‌মিকে আন‌তে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে বুধবার (৪ ডিসেম্বর) আদাল‌তে সোপর্দ করা হ‌বে।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছিলেন।

আরো..