https://www.a1news24.com
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬

রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি প্রেসিডেন্ট দেলোয়ার ও সেক্রেটারী আলমগীর নির্বাচিত

সামাজিক উন্নয়নের অগ্রদুত, মানবসেবায় কাজ করা ঐতিহ্যবাহি সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল। তারই সহযোগী সারাদেশে গঠিত রোটারী ক্লাব, ২০২৪ ও ২০২৫ রোটারী বর্ষে রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি নব-নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক রোটারীয়ান দেলোয়ার হোসেন (পিএইচএফ)। ২০২৪-২৫ সালে এই নব প্রেসিডেন্ট এর সাথে সেক্রেটারী রোটারীয়ান আলমগীর হোসেন এবং ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারীয়ান দিদার আহমদ (পিএইচএফ)। ০১ জুলাই রাত ৮ টায় বাফেট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে কনফারেন্স হলে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সাবেক এসিস্টেন্ট গভর্নর রোটারীয়ান আরোয়ার হোসেন (পিএইচএফ) উপস্থাপনায় নতুন প্রেসিডেন্ট রোটারীয়ান দেলোয়ার হোসেন হিসেবে আসন গ্রহনের মধ্য দিয়ে কলার হস্তান্তর অনুষ্ঠানের প্রস্ততি সভা কার্যক্রম শুরু করেন। সকলের মতামতের ভিত্তিতে একটি ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটিকে বরণ ও প্রেসিডেন্ট কলার হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে রোটাবর্ষের অর্পিত দায়িত্ব পালন করবেন এই কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল ইসলাম (পিএইচএফ), আইপিপি আলমগীর হোসেন (পিএইচএফ), বাইস প্রেসিডেন্ট ইঞ্জি: কৃপেশ দেব নাথ, ক্লাব ট্রেইনার তোফাজ্জল ইসলাম, চীফ সার্জেন্ট আমস, আতিকুর রহমান, ডিরেক্টর ক্লাব সার্ভিস মো: ইয়াহিয়া আহমদ (পিএইচএফ), ডিরেক্টর কমিউনিটি সার্ভিস আনোয়ার হোসেন (পিএইচএফ), ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস কবিরুল ইসলাম (পিএইচএফ), ডিরেক্টর ইয়োত সার্ভিস মাহমুদ আহমদ আলম (এমপিএইচএফ), ডিরেক্টর বোলেটিন শাহাজান সেলিম বুলবুল ও বিশেষ্ট আল হাজ ফারুক আহমদ প্রমুখ।

আরো..