https://www.a1news24.com
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭

রেললাইন পাহারায় স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে: ফজলে করিম এমপি

চট্টগ্রাম প্রতিনিধিঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম রেলপথ। কুমিল্লার লাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

গত ১৭ই মার্চ রবিবার চট্টগ্রাম থেকে সিলেটগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়। লাঙ্গলকোটে শনিবার ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

এসময় রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম, সংসদ সদস্য শফিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন নাহার, রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, ডিজি সর্দার শাহাদাত হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, রেলওয়ে পুলিশ সুপার হাসান আলী, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি ফজলে করিম চৌধুরী আরও বলেন, রেললাইন পাহারায় স্থানীয় জনপ্রতিনিধিদের আরো সচেতন হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আরো..