অনলাইন প্রতিবেদক: ফ্রান্সের কান সৈকতে আবারও বসেছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ১২ দিনব্যাপী ৭৭তম এ আসর চলবে ২৫ মে পর্যন্ত। এই উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। গত দু’দিন ধরে বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন এই তারকা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় কান থেকে গণমাধ্যমকে এমনটাই জানালেন ভাবনা।
ভাবনা বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবের প্রতিটি দিনই বেশ উপভোগ করছি। প্ল্যান করে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখা হচ্ছে এখানে। আজও কানের স্থানীয় সময় রাত ১০টায় সিনেমা দেখবো। এখানে প্রত্যেক দিন দু’টি করে বিশ্বের আলোচিত সিনেমা দেখার পরিকল্পনা করেছি, সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারও দেখা হবে। বিশেষভাবে বলতে হয় আগামীকাল লুমের থিয়েটারে সিনেমা দেখবো, এটি কানের খুবই প্রেস্টিজিয়াস একটি থিয়েটার।’
কথা প্রসঙ্গে কান উৎসবে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে রেড কার্পেটে হাঁটা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। ভাবনা বলেন, ‘আমার ভাবতেই ভালো লাগছে যে রেড কার্পেটে হেঁটেছি, এ এক অন্য অনুভূতি। যে রেড কার্পেটে আজ হেঁটেছি, ওইটা ছিল কানের অন্যতম থিয়েটার লুমের রেড কার্পেট। এই অভিজ্ঞতা আমার কাছে সত্যিই অনেক বেশি আনন্দের।’
উল্লেখ্য, এরই মধ্যে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠেছে কান শহর। যেখানে প্রথমবারের মতো গিয়েই বিশ্বখ্যাত তারকাদের মাঝে ভাবনাও নজর কেড়েছেন। তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা যাচ্ছে কানে। যেখানে তার পুরো সাজে ফুটে উঠছে স্নিগ্ধতার আমেজ। কান উৎসব থেকে ভাবনার পোস্ট করা এমন প্রতিটি মুহূর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।