এমএ মন্ডল এটম, রাজারহাট-কুড়িগ্রামের রাজারহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রেসক্লাব রাজারহাট, উপজেলা প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট প্রেসক্লাব, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট কামিল মাদ্রাসা, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, শিশু নিকেতন রাজারহাট, রাজারহাট প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন, ফুলবাড়ি উপনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৭:১৪