https://www.a1news24.com
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৫

রাজারহাটে দাখিল পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ১৬ জন

এমএ মন্ডল এটম, রাজারহাট: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজারহাট কামিল মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ (বিষয় কোড ১০১) পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে সরজমিন পরিদর্শনে কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মুহাঃ আব্দুল হাই জানান, ১০১ বিষয় কোডে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে মোট ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ৬৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩২৮ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী অংশগ্রহণ করেন। ১০ জন ছাত্র ও ৬ জন ছাত্রীসহ মোট ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রাজারহাট উপজেলার ২৮টি মাদ্রাসার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী মিলে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৭৫ জন। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা রাজারহাট শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ তাজিবর রহমান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো..