এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম)-কুড়িগ্রাম জেলার রাজারহাটে চরের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন, সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকাল ৫ টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাধের চরে তিস্তা নদীর তীরবর্তী চর মন্ত্রণালয়ের দাবীতে শতশত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক বিচারক অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, রাজারহাট উপজেলা কমিটির আহবায়ক বাসেত সরকার বিপ্লব। পরে সন্ধ্যায় স্পার বাধে সংলাপে বক্তব্য রাখেন চর উন্নয়ন জেলা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক, আখেরুজ্জামান, সাবেক সহকারী অধ্যাপক নাজনীন নাহার বিউটি, রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুর রহমান, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুস, নয়ন আলী ও রোমান হোসেন প্রমূখ।
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৬:১২