রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ১৪ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেনী পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে মামলা দায়ের করেন।অভিযুক্তর নাম মো. সালাম আকন (৬০)। সে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ফুলহার গ্রামের মৃত সামসু আকনের ছেলে।
মামলা থেকে জানাগেছে, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর মা অভিযুক্ত সালাম আকনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সেই সুবাধে তার মেয়েও ঐ বাড়িতে মায়ের সাথে আসা যাওয়া করতেন। সালাম আকন ভুক্তভোগীকে ফুসলাইয়া বিভিন্ন সময় ভোগ করে আসছেন এবং বিষয়টি কাউকে না বলতেও হুমকি দেয় তিনি। গত ২৬ জানুয়ারি পূর্বে ন্যায় সালাম আকন তার বাড়ির পাশে কলাবাগানে নিয়ে আবারও ধর্ষণ করে ভুক্তদভোগীকে। বিষয়টি জানাজানি হলে সালাম আকন মিমাংশার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করতে থাতেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর জবানবন্দী রেকর্ড করতে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।