https://www.a1news24.com
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০০

রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান সুরু এবং মাদ্রাসা ছাত্রী অপহরনের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়ার ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের বাগড়ি ব্র্যাক অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপরে হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তিনি ৩ নম্বর আসামী। রাজাপুর থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে ঝালকাঠির রাজাপুরের দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে উত্তর চড়াইল হাসেমীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৪) কে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা রাজাপুর থানায় অভিযোগ দিলে রোববার দুপুরে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন সরদারের পিতা ইদ্রিস সরদারকে নিজবাড়ি দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর পিতার অভিযোগ,গত ২ অক্টোবর বৃহস্পতিবার তার মেয়ে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটার দিকে দক্ষিন পুটিয়াখালী গ্রামের ইদ্রিস সরদারের ছেলে রুহুল আমিন সরদারসহ সহ আরও ৩/৪ জন লোক মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোন খোজ খরব নেই কি অবস্থায় আছে জানেন না তিনি। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তর পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরো..