বিনোদন ডেস্ক: সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। পুড়িয়ে দেওয়া হয়েছে জলের গানের গায়ক রাহুল আনন্দের বাসা। এবার জানা গেল, গেল সোমবারই ভাঙচুর করা হয়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের শাখাটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ।
ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, শাখাটি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। ৫ আগস্ট রাতে কাউন্টার, গেট, আসন ও হলের ভেতরের বিভিন্ন ডেকোরেশন দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা সঠিকভাবে বুঝতে পারব।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ। সেসময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শুধু তাই নয়, এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয় রাহুল ও তার স্ত্রী-পুত্রকে। পুরিয়ে ফেলা হয়েছে রাহুলের হাতে তৈরি হাজার খানেক বাদ্যযন্ত্র।