https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৩

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। তবে রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ সার্বিক দিক নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় স্বাগত বক্তব্যে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। সবার দাবিও এটা আমাদের কাছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করবো। রাজনৈতিক নেতৃবৃন্দ সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না।

নাসির উদ্দিন বলেন, মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি সেই পদ্ধতিতে বেছে নিতে হবে। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া চালু করতে চাই।

মতবিনিময় সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট চাই। এই উৎসবে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই।

মতবিনিময় সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচনি ব্যবস্থা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ দেবেন তারা।

আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পাবে- প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা; সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা; যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন; প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি, লজিস্টিক ও কার্যকরী চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধান।

এর আগে গত ৮ এপ্রিল কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদনও কমিশনে জমা দেয়।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং- এ তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে, আর্থিক সংস্থান ও পাইলটিংয়ের পরামর্শগুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

আরো..