https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯

রাজনীতি ব্যক্তিস্বার্থের নয়, জনসেবার অঙ্গন : ফেঞ্চুগঞ্জে কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থ বা সুবিধা আদায়ের হাতিয়ার নয়। আজকের বাংলাদেশে প্রয়োজন সেই মানবিক ও দরদী নেতাদের, যারা রাজনীতি করবে মানুষের জন্য, জনতার জন্য- নিজেদের জন্য নয়। বিএনপির নেতাকর্মীরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ব্যক্তির নৈতিকতা শক্তিশালী হলে কোনো বাঁধাই তাকে আটকাতে পারে না। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছত্রিশ প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, স্বৈরাচারের দোসররা যেন খোলস পাল্টাতে না পারে সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণ কোনো কৃত্রিম সমীকরণে নয়, তারা প্রার্থী, প্রতীক ও দলের আদর্শ দেখেই ভোট দিতে চায়। রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক দাবি তুলে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সকলে একসঙ্গে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সময়ের দাবি।

তিনি বলেন, “আমাদের প্রত্যেক নেতাকর্মীকেও সেই বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা জনগণের মনে বিরক্তি বা কষ্ট সৃষ্টি করে।”

বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী আরও বলেন, “রাজনীতিতে ‘আমি কী পেলাম’ তা ভাবার সময় এখন নয়, বরং ‘আমি দেশ ও জনগণের জন্য কী দিতে পারছি’-এই মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। ত্যাগ, দায়িত্ববোধ ও জনগণের আস্থাই আমাদের পথচলার মূল শক্তি।”

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে কাইয়ুম চৌধুরী বলেন, ৩১ দফার বাস্তবায়নে ভোটে গণরায় দিয়ে ইনশাআল্লাহ আপনারা তার পাশে থাকবেন -এই প্রত্যাশা করি।”

সমাবেশে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জয়ফুর রহমান পারভেজ। সঞ্চালনা করেন বিএনপি নেতা দিনার শাহ ও আরমান আহমেদ। বক্তব্য রাখেন এনায়েত হোসেন রুহেল, মাহবুব আলম, রেজাউর রহমান চৌধুরী রাজু, সাদিকুর রহমান টিপু, রাশেদুল হাসান চৌধুরী, সাহিন আহমেদ ও সনজির আহমদ প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আরো..