https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯

রাজনগরে বন্যার্তদের পাশে দাড়িয়েছে মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রসেনা

সালেহ আহমদ (স’লিপক):
কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির আওতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার্তদের উদ্ধার কাজে নেমেছে জেলা ইসলামী ছাত্রসেনা।
বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টা থেকে জেলা ইসলামী ছাত্রসেনার প্রচার সম্পাদক ছাত্রনেতা জাকির হোসেন শাকিবের নেতৃত্বে মাঠে কাজ করছেন রাজনগর উপজেলা শাখার কয়েকটি ইউনিটের কর্মীরা।
বুধবার সকালে মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় রাজনগর উপজেলার হরিপাশা, উজিরপুর, একামধু ও কামারচাক ইউনিয়ন এর কয়েকটি গ্রাম। এসব এলাকার মানুষ তখন নিরাপদে আশ্রয়ের জন্য দিগবিদিক ছুটাছুটি শুরু করলে তাদের পাশে দাড়ায় একদল ছাত্রসেনার তরুণ।
জেলা ইসলামী ছাত্রসেনার প্রচার সম্পাদক ছাত্রনেতা জাকির হোসেন শাকিব এর নেতৃত্বে ইসলামী ছাত্রসেনা রাজনগর উপজেলা শাখার কয়েকটি ইউনিটের কর্মীরা বানবাসী মানুষ, গৃহপালিত পশু, প্রয়োজনীয় আসবাবপত্র নৌকায় এবং কাঁধে করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস এম জায়েদ রেজা জানান, মৌলভীবাজার জেলায় বন্যার্ত মানুষের পাশে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশাল ও ব্যয়বহুল এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
আরো..