৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ৯:২১
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামে মৌরসী স্বত্ত্বের পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ রির্পোট লেখা পর্যন্ত মাথায় ধারালো রামদা এর আঘাতে গুরুতর আহত মোস্তফা মিয়া (৪৮) ও দা এর আঘাতে বাম কান ঝুলিয়া রক্তাক্ত জখমপ্রাপ্ত আলচি বেগম (৫৫)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ও আহত সোহেল মিয়া (৩৫), ইমাশা মিয়া (৪৯), জসিম মিয়া (২৪), রুবেল মিয়া (২৬) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে আছাব উদ্দিন (৪৫) সহ অপর এক হামলাকারীকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
হামলার ঘটনায় ভুক্তভোগী মোঃ রুবেল মিয়া বাদী হয়ে একই এলাকার আছাব উদ্দিন (৪৫), আছমানী মিয়া (৫০), বাচ্চু মিয়া (৪০), সালমান মিয়া (২৫), নয়ন মিয়া (২৩), আরমান মিয়া (২০), ছত্তার মিয়া (৩০), হারুন মিয়া (৫৫), মতিন মিয়া (৬৫), ছানু মিয়া (৩০), রেবা বেগম (৪৫), জহুরা বেগম (৫০), দেনু মিয়া (৪৫), গং সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে রাজনগর থানায় (মামলা নং-০৫, তারিখঃ ১৪/১০/২০২৪ইং) মামলা দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত পূর্ব বিরোধ এর জের ধরে গত ১৪ অক্টোবর সকাল ৮ টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া আছাব উদ্দিন সহ বহিরাগত লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরচক্র গ্রামের ইমাশা মিয়ার বসত-বাড়ীর জায়গা দখল করে গৃহ নির্মাণ করার চেষ্টা করেন। এ সময় বাঁধা সৃষ্টি করলে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় আলচি বেগম (৫৫) এর বাম কানের উপরে দা এর কুপ পড়িয়া কান কেটে ঝুলিয়া গুরুতর কাঁটা রক্তাক্ত জখমসহ অন্যান্য লোকজন গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান, আশংকাজনক অবস্থায় আহত ২জন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ও অন্যান্য আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
আরো..