আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র পবিত্র রমজান মাসে মুসলমানদের ‘আল আকসা’ মসজিদে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
আরব নিউজ জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের একজন ডানপন্থী মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের রমজান মাসে আল আকসা প্রাঙ্গণে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হল।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা ইসরায়েলকে রমজান মাসে শান্তিপূর্ণভাবে সেখানকার বাসিন্দাদের আল আকসা প্রাঙ্গণে উপাসনা করতে দেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, এটা শুধুমাত্র ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার দেওয়ার বিষয় নয় বরং এটা এমন একটি বিষয়, যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
আগামী ১১ বা ১২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিরা কীভাবে উপাসনা করবে তা বিবেচনা করছে ইসরায়েল। পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেছিলেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করার জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না।এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, আমরা আমাদের জনগণকে রমজান মাসের প্রথম দিন থেকে আল-আকসায় দলে দলে বা একা প্রবেশ করে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।