https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৭

রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মিশর

অনলাইন ডেস্ক: মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি বলেছেন, রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতি-জিম্মি চুক্তি আলোচনা সফল হতে পারে। তিনি বলেন, আমরা আশাবাদী যে যুদ্ধ বন্ধ এবং জিম্মি বিনিময়ে চুক্তিতে পৌঁছাতে পারব।

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামে শৌকরি বলেন, সবাই স্বীকার করে রমজান শুরুর আগে আমাদের সফল হওয়ার একটি সময়সীমা রয়েছে।

এদিকে গাজা উপত্যকার মানুষরা খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের জন্য তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে। জেনেভায় ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। গাজার সব লাইফলাইন কমবেশি কেটে ফেলা হয়েছে।

লিন্ডমেয়ার বলেছেন, একটি ‘হতাশাজনক পরিস্থিতি’ তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তর গাজায় মানবিক সহায়তা প্রত্যাশী শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরো..