https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪

রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কোটা সংস্কার আন্দোলন ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এলাকায় নৈরাজ্য, সন্ত্রাসী, ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য উপজেলা বিএনপির উদ্দ্যোগে মঙ্গলবার বিকালে এক মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, জামিনুর রহমান, আক্তারুজ্জামান মন্ডল, সোহেল রানা, আতিকুল ইসলাম সোহাগ প্রমূখ। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন এলাকায় যাতে কোন ধরনের নাশকতা, সন্ত্রাসী নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকান্ড যাতে না ঘটে সে ব্যাপারে নেতা কর্মীদের সজাগ থাকার আহব্বান জানানো হয়।

আরো..