https://www.a1news24.com
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪

যৌথভাবে যাত্রা করেছে লুমিনাস পাওয়ার টেকনোলজি এবং ঢাকা পাওয়ার ট্রেডার্স

প্রযুক্তি ও গবেষণা ডেস্ক: দেশের বাজারে বিশেষ মানসম্পন্ন ইনস্ট্যান্ট পাওয়ার সল্যুশন সরবরাহ করতে যৌথভাবে যাত্রা করেছে লুমিনাস পাওয়ার টেকনোলজি এবং ঢাকা পাওয়ার ট্রেডার্স (ডিপিটি)।

বিদ্যুৎ খাতে শক্তি সঞ্চয়ের সুযোগ বাড়াতে লুমিনাস ও ডিপিটি দেশে প্রথমবারের মতো জাম্বো টিউবুলার ব্যাটারি তৈরির অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে, যা গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট পাওয়ার সলিউশনের পূর্ণাঙ্গ সমাধান দেবে।

শীর্ষস্থানীয় এনার্জি সল্যুশন ব্র্যান্ড লুমিনাস মূলত বাংলাদেশে নিজেদের উৎপাদিত অত্যাধুনিক পণ্য সরবরাহ করতে তানধান গ্রুপের অধীনস্থ ঢাকা পাওয়ার ট্রেডার্সের সঙ্গে অংশীদারিত্ব শুরু করেছে। দেশের প্রযুক্তিখাতে টেকসই উন্নয়নে অবদান রাখতে ও পরিবেশবান্ধব শক্তির প্রসার ঘটাতেই এই উদ্যোগ।

ডিপিটি’র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে লুমিনাস বাংলাদেশের জন্য বিশেষভাবে উপযোগী আইপিএস ব্যাটারি উৎপাদন শুরু করেছে। এই ব্যাটারিগুলোর কার্যক্ষমতা বাজারের অন্যান্য সাধারণ ব্যাটারির চাইতে আলাদা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া এতে আলাদা ওয়াটার-ফিলিং প্লাগ এবং ইনডিকেটর রাখা হয়েছে, যা পানির প্রয়োজন হলে আগাম সংকেত দেবে।

লুমিনাস পাওয়ার টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতি বাজাজ বলেন, ইনভার্টার, ব্যাটারি এবং সোলার সল্যুশনসহ আমাদের বিভিন্ন পণ্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। ঢাকা পাওয়ার ট্রেডার্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের বাজারেও আমাদের উপস্থিতি জোরদার করতে চাই।

ঢাকা পাওয়ার ট্রেডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালেদ হোসেন বলেন, ‘লুমিনাসের সঙ্গে এই যাত্রায় যুক্ত হয়ে আমরা আনন্দিত। দেশের বাজারে প্রতিবছর ৫ লক্ষাধিক ব্যাটারির চাহিদা রয়েছে। আমরা এই বিশাল চাহিদা মেটানোর পাশাপাশি মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে চাই।’

৩৫ বছর ধরে কাজ করছে লুমিনাস পাওয়ার টেকনোলজি। বর্তমানে ৪০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য পৌঁছে গেছে। ঢাকা পাওয়ার ট্রেডার্সও প্রায় দেড় দশকের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান।

আরো..