https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫১

যুদ্ধবিরতি চুক্তি না মানলে রাশিয়াকে যে হুমকি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে রাশিয়াকে আর্থিকভাবে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকি এমন একসময় এলো, যখন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, বৃহস্পতিবারের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে এবং ইউরোপকে এটি কার্যকর করতে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি মস্কোর প্রতিক্রিয়ার জন্য ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপ অপেক্ষা করছে। তবে মার্কিন দূতরা এই সপ্তাহের শেষের দিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া যুদ্ধবিরতির বিষয় নিয়ে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে কোনো কিছু জানায়নি।তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যদি পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে আমি বুঝতে পারছি এর জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও আমি এখনো বিস্তারিত জানি না, তবে আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে শক্তিশালী করার বিষয়ে কথা বলছি।

ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে, বল এখন রাশিয়ার কোর্টে।মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কি না, সেটা দেখেই বোঝা যাবে, তারা শান্তি চায় কি না।এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এটা এখন পুরোপুরি নির্ভর করছে রাশিয়ার ওপর। তারা হ্যাঁ বলে কি না, সেটাই দেখার বিষয়। যদি রাশিয়া রাজি হয়, তাহলে সেটা হবে খুবই ভালো খবর।

আর যদি রাশিয়া রাজি না হয়, তাহলে আমরা অবশ্যই সব কিছু ভেবে দেখব। বোঝার চেষ্টা করব, তারা কী চায়।এ ছাড়া রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া রাজি হবে কি না তা নিয়ে বুধবার ট্রাম্প বলেছেন যে, আমি যুদ্ধবিরতি সম্পর্কে ‘ইতিবাচক বার্তা’ পেয়েছি। তবে পরক্ষণেই আবার বলেছেন, কিন্তু ‘ইতিবাচক বার্তার কোনো অর্থ নেই।’ তবে আমাদের লোকজন রাশিয়া যাবে এবং আশা করছি আমরা রাশিয়াকে যুদ্ধবিরতির বিষয়ে রাজি করাতে পারব।

আরো..